চা
যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
অনেকদিন ধরে চাঁদ দেখা হয়না! আমার কি দোষ? আমার জানালা দিয়ে যে চাঁদের আলো আসে না!
আগে নানুর সাথে ঘুমাইতাম।নানুর রুমের জানালা দিয়ে চাঁদের আলো উঁকি দিত। আমি পর্দা সরায়ে সেই আলো দেখতাম৷ কখনো বারান্দায় দাঁড়ায়ে থাকতাম।
আর এখন আমার বারান্দা দিয়ে কেন জানি চাঁদই দেখা যায়না!
যাজ্ঞে! ওই কথা বাদ দেই।
অনেক আবোল তাবোল বলতেসি হয়তো।
মানে অনুভূতি টা যে কেমন তা আসলে নিজেই বুঝতেসিনা।
অনেক অদ্ভুত লাগতেসে আসলে।
লাস্ট দুইটা টার্ম এত্ত ইররেগুলার ছিলাম, লাইফের আপ্স এন্ড ডাউন ছিল।ডিপ্রেশন, অসুস্থতা, কোপ আপ করতে না পারা সব মিলায়ে অনেক ভেঙ্গেচুরে ছিলাম।
এরপর অনেক সাহস, চেষ্টা সব কিছু মিলায়ে ব্রেক নিয়ে নিজেকে টাইম দিয়ে এরপর ৫ম কার্ডেডে পড়া স্টার্ট করলাম। সব ভালোই চলছিল।
এত্ত সময় পর আবার রেগুলার কার্ডে বসবো দেখে ভালোই এক্সাইটেড ছিলাম।
বাসায় আসলাম। হুট করে দেখি নট এলিজিবল লিস্টে আমার রোল। কি ব্যাপার!
মানে টা কি?!
লেকচার ক্লাস, আইটেম সব ক্লিয়ার করে শেষ পর্যন্ত অল্পের জন্যে বসতে পারলাম না।
সারাটা দুপুর, বিকাল ঘুমাইসি। কষ্ট ও লাগতেসে, হাসিও আসতেসে। ভালই হইসে হয়তো।কি জানি।
সন্ধ্যায় নতুন উদ্যমে চা বানায়ে বসলাম। নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা!.
ভাই!! মনে থাকবে আজকের দিন। অল্পের জন্য লাইক হেরে গেসি?
বাট নট সো ব্যাড। এই যে, আর একটু চেষ্টা করতে হবে নেক্সট টাইম!।


