মাঝরাতে খুব অদ্ভুত অস্বস্তিতেই ঘুম ভাঙ্গে আনজুমের কারণটা সে বুঝে উঠতে পারলো না। কপালে হাত দিয়ে দেখে জ্বর হয়েছে কি-না তার। না, হয়নি। এখন আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করেও খুব একটা লাভ হয়নি। ঘুম নেই তার চোখে। মাঝরাতে একবার ঘুম ভাঙ্গলে দ্বিতীয়বার আর তার ঘুম আসে না। সে বিছানা থেকে উঠে দেখল ঘড়িতে কয়টা বাজে। মাত্র তিনটা। সকাল হতে আরও অনেক সময় বাকি সে উঠে গেলো তার পড়ার রুমে। উচ্চতর গণিতের অষ্টম অনুশীলনীর সব কয়টি অংক করা শুরু করে। অংক শেষ করতে না করতেই তার খিদে পেয়ে যায়।
ঝুম বৃষ্টি
মাঝরাতে খুব অদ্ভুত অস্বস্তিতেই ঘুম ভাঙ্গে আনজুমের কারণটা সে বুঝে উঠতে পারলো না। কপালে হাত দিয়ে দেখে জ্বর হয়েছে কি-না তার। না, হয়নি। এখন আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করেও খুব একটা লাভ হয়নি। ঘুম নেই তার চোখে। মাঝরাতে একবার ঘুম ভাঙ্গলে দ্বিতীয়বার আর তার ঘুম আসে না। সে বিছানা থেকে উঠে দেখল ঘড়িতে কয়টা বাজে। মাত্র তিনটা। সকাল হতে আরও অনেক সময় বাকি সে উঠে গেলো তার পড়ার রুমে। উচ্চতর গণিতের অষ্টম অনুশীলনীর সব কয়টি অংক করা শুরু করে। অংক শেষ করতে না করতেই তার খিদে পেয়ে যায়।